তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এখন কারাগারে আছেন। বুধবার বিকেলে আসিফকে নেওয়া হয় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। এরপর পুলিশ আসিফের রিমান্ড চাইলে আদালত তা নাকচ করেন। কারাগারে থাকাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পরেন।।উচ্চ রক্তচাপ আছে তার। এতে পরিবার চিন্তিত কারন আদালতে জাবার সময় তিনি কোন ওষুধ নিয়ে যেতে পারিন নি। আর ওষুধ না খেতে পারলে তাঁর শারীরিক অবস্থা আরো খারাপ হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সালমা আসিফ।
আসিফ আদালতের কাছে দাবি করেন, ফেসবুকে শফিক তুহিন তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি নিজে শফিক তুহিনের বিরুদ্ধে মামলা করতে পারতেন। আসিফ আরও দাবি করেন, ফেসবুক লাইভে তিনি আগে আসেননি, শফিক তুহিন আগে এসেছেন। মামলায় শফিক দাবি করেছেন, আসিফ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে তাঁর (শফিক তুহিন) বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আদালতে আসিফের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহাদি হাসান।
তবে মজার বিষয় হচ্ছে আদালতে অবস্থানরত সময়ে তিনি ছিলেন প্রাণবন্ত। আদালতেও বারবার নিজেকে নির্দোষ দাবি করেন।