মহাযজ্ঞ নিয়ে আসছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’

266
ছবিঃ সংগৃহীত

ইতিহাসের অন্যতম বিগ বাজেট ফিল্ম অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহুল প্রতিক্ষীত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের নতুন ছবি। সারাবিশ্বের মতো ২৭ এপ্রিল শুক্রবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মার্ভেল সুপারহিরোদের অন্যতম অ্যাডভেঞ্চার জার্নি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। ছবিটি নিয়ে দর্শকের এতো আগ্রহ সীমা নেই।

পৃথিবীর চরম সঙ্কটাপন্ন অবস্থায় সর্বগ্রাসী ভিলেন থানোসকে রুখতেই দেখা যাবে টিম অ্যাভেঞ্জার্সকে। এর আগে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স সিরিজের ছবিগুলোর ব্যাপক সাফল্য এ ছবির আকাঙ্ক্ষা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিরিজের নতুন এই ছবির জন্য দর্শকরা কতটা মুখিয়ে আছেন তা আঁচ করা যায় ছবির ট্রেলার প্রকাশের পর।

আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার-ম্যান, ব্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী, কে নেই এই সিনেমায়!  পৃথিবী রক্ষার মিশনে দেখা যাবে সব সুপারহিরোকেই। সারা বিশ্বে সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন ছবি এটি। এর আগে কোনো সিনেমায় এত সুপারহিরোদের  একসাথে কখনো দেখা যায়নি। আর শুধু এজন্যই বিশ্বব্যাপী মানুষের কাছে আগ্রহের শীর্ষে অ্যাভেঞ্জার্স।

ছবির অভিনেতা হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান), ক্রিস ইভানস (ক্যাপ্টেন আমেরিকা), ক্রিস হ্যামসওর্থ (থর), টম হল্যান্ড (স্পাইডার-ম্যান) ও অন্যান্য কলাকুশলীরা নিজেদের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টে ইউটিউব লিংকটি শেয়ার করেছেন।

যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন- দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন।

দুই ভাই জানিয়েছেন, ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ ছবির মাধ্যমে যে গল্প শুরু হয়েছিল, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মাধ্যমে এর সমাপ্তি হবে। আর এজনই ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতূহলের মাত্রাটা একটু বেশি। আর সিনেমাটির সামনে রয়েছে অনেক রেকর্ড ভাঙার হাতছানি। বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথম তিনদিনে (উইকএন্ড) সিনেমাটির আয় দাঁড়াতে পারে সাড়ে ২২ থেকে সাড়ে ২৪ কোটি ডলার। অবশ্য এ অঙ্ক ২৫ কোটি ডলার ছাড়ালেও অবাক হওয়ার কিছু নেই। তাহলে হয়ে যাবে সর্বকালের অন্যতম ডেবিউ।

সিনেমাটির বাজেট ৩০ থেকে ৪০ কোটি ডলারের মধ্যে। সে হিসেবে লাভের মুখ দেখতে তাগড়া ঘোড়ার মতোই দৌড়াতে হবে। অবশ্য অগ্রিম টিকিট বিক্রি, দর্শক উম্মাদনা মিলে আশার আলো ঝিলিক দিচ্ছে নির্মাতাদের চোখে।

এখনো পর্যন্ত তিনদিনের আয়ে এগিয়ে আছে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। সিনেমাটি আয় করে ২৪.৮ কোটি ডলার। উত্তর আমেরিকায় আয় করে ৯৩.৬৬ কোটি ডলার। এখনো পর্যন্ত মাত্র ৫টি সিনেমা মুক্তির তিনদিনে ২০ কোটি ঘর ছুঁয়েছে। আশা করা হচ্ছে, ‘ইনফিনিটি ওয়ার’ এ তালিকায় স্থান করে নেবে।