আজ লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। ঢাকায় ফিরেই তিনি উঠে এলেন সংবাদ শিরোনামে। কারন সোশাল মিডিয়ার সবজায়গাতে শাকিব খান ও ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপংঙ্কর দীপনের একটি সেলফি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় নানা গুঞ্জন। মাত্র কয়েকদিন আগে খবর আসে দীপংঙ্কর দীপনের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব। যে ছবির জন্য দীপংঙ্কর দীপন ছবির জন্য শাকিব খানকে ৬০ লক্ষ টাকা দিয়ে চুক্তি করতে পারছেন না। এ নিয়ে যা বললেন দীপংঙ্কর দীপন দেখুন ভিডিওতে-