সময়: ২ ঘন্টা ২৫ মিনিট
ধরণ: অ্যাকশন, রোমান্স, থ্রিলার
কাস্ট: টাইগার শ্রফ, দিশা পাটানি, মনোজ বাজপায়ী, রনদীপ হুদা
আমাদের রেটিং: ২.৫/৫
নেহা (দিশা পাতানি) ও রানভীর (টাইগার শ্রফ) চার বছর আগে একই কলেজে পড়তো। চার বছর পরের কথা – নেহার মেয়ে কিডন্যাপড হয়। নেহা ২ মাস আগে নিখোজ হওয়া তার ৩ বছর বয়সী বাচ্চা রেহা কে উদ্ধার করার জন্য এক্স বয়ফ্রেন্ড রানভীর কে কল করেন। রানভীর ছবিতে একজন একজন আর্মি ম্যান। রানভীর নিখোজ হওয়া বাচ্চার কেস নিজের কাধে তুলে নেয় এবং এর রহস্যজাল ভেদ করতে বেরিয়ে পরে।
মুভির ফার্স্ট হাফে অনেক বেশি ক্যারেক্টার যা একটু কনফিউজিং। আপনারাও কনফিউজড হয়ে যাবেন কে ভালো আর কে খারাপ এটা চিন্তা করে। মুভির ইন্টারভাল পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। পরের মুহুর্তে কি ঘটতে পারে তা সবসময় চিন্তা করতে থাকবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা আপনার চিন্তার সাথে নাও মিলতে পারে। অ্যাকশন প্যাকেজ মুভি হিসেবে চিন্তা করলে টাইগার শ্রফের পারফরমেন্স আগের মুভিগুলোর থেকে কিছুটা ভালো। এদিকে দিশার অভিনয় ডিসেন্ট। রনদীপ হুদার কমিক টাইমিং অসাধারণ। আর মনোজ বাজপায়ীর অভিনয়ও মোটামোটি ভালো হয়েছে। কিন্তু বাঘী ফ্রাঞ্চাইজি মানেই টাইগার শ্রফ সে অনুযায়ী টাইগার দর্শকদের প্রত্যাশা পূরন করতে পারেনি। কেননো শুধু ছবির প্রয়োজনে সিক্স পেক বডি আর ভালো নাচতে পারলেই হয়না অভিনয় দিয়ে থ্রিল ধরে রাখার বিষয়টা মুখ্য। যেখানে তিনি ব্যার্থ হয়েছেন। কাহিনী একটু বেশিই কমপ্লিকেটেড। কিছু কিছু দৃশ্যে টাইগারকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন সে সুপারম্যান এবং আর্মি পার্সন হওয়ার কারনে পৃথিবীর এমন কিছু নেই যা সে পারে না যা একটু বেশিই দেখানো হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলোও হলিউড স্টাইলে করতে গিয়ে খুব একটা ভালো করতে পারেনি।