মুভি রিভিউ: রেইড | StarGolpo.com

676

সময়: ২ ঘন্টা ১০ মিনিট
ধরণ: ড্রামা, থ্রিলার
কাস্ট: অজয় দেবগান, ইলিনা ডি ক্রুজ, সৌরভ শুকলা প্রমুখ র ওপর গড়ে েোসতা সামলে
আমাদের রেটিং: ৩.৫/৫

বলিউডের শক্তিশালী অভিনেতা অজয় দেবগানের কাছে সব সময়ই ভিন্ন কিছু প্রত্যাশা থাকে । তার কারন তাঁর অভিনয় দক্ষতা আর মুভি বাছাইয়ের গুন । প্রতি ছবিতেই তিনি ভক্তদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করে থাকেন । রেইড মুভিটিও অজয়ের সেরকমই আরেকটি প্রচেষ্টা। তবে জিরো এক্সপেকটেশন নিয়ে সিনেমাটি দেখতে বসলে সত্যিই উপভোগ্য হবে ।

রেইড সিনেমার গল্প গড়ে উঠেছে সত্য ঘটনার অবলম্বনে। ৮০র দশকের ওপর গড়ে ওঠা প্লটে রেইড সিনেমা বলবে একজন সৎ,কর্মনিষ্ঠ এবং নির্ভীক ইনকাম ট্যাক্স অফিসারের গল্প। জীবনে সততার সাথে কোন কিছুর আপোষ না করা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসার অময় পাটনাইক তাঁর জীবনাদর্শের জন্য একের পর এক ট্রান্সফার হতে থাকেন । স্ত্রী নিতাকে সাথে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো অময়ের পারিবারিক জীবনেও এ নিয়ে নেমে আসে দুর্দশা । এতকিছুর মাঝেও পিছিয়ে যাননি অময় । বরং লখনৌ এ এসেও যথারীতি পালন করতে থাকেন নিজের দায়িত্ব । সেখানেই তিনি মুখোমুখি হন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের । লখনৌর চরম ক্ষমতাধর এবং রাজনৈতিক প্রতাপশালী ব্যাক্তি তাউজির (সৌরভ শুখলার ) বিরুদ্ধে নামতে হয় তাঁর তল্লাশি অভিজানে । একদিকে অ্যাকশন ক্রেজ অজয় দেবগন, অন্যদিকে সুপার ভিলেন সৌরভ শুক্লা। এভাবেই আগাতে থাকে সিনেমার গল্প । গুণী পরিচালক নো ওয়ান কিল জেসিকা এবং আমির খ্যাত রাজ কুমার গুপ্তা সময় নিয়ে ছবিটির চরিত্রের বিশ্লেষণ করেছেন । ছবিটির প্রথম অর্ধে ক্যারেক্টার ডেভলাপমেন্টে একটু বেশিই সময় নিয়েছেন তিনি । তাই মূল গল্পে ঢোকার আগে আপনাকে একটু বেশি অপেক্ষা করতে হতে পারে। সরকারি অফিসার রোলে ভালোই অভিনয় করেন অজয় দেবগান । রেইড ছবিতেও তাঁর ব্যতিক্রম হয়নি। যথারীতি ভালো অভিনয় করেছেন অজয় জেতা তিনি সবসময়ই করে থাকেন , তাঁর ভাবলেশহীন অভিব্যক্তির সাথে ছিলো ক্ষুরধার ডায়ালগ। তাউজির মায়ের চরিত্রে অভিনয় করা ৮৫ বছর বয়স্ক পুষ্পা জোশিও দারুন অভিনয় করেছেন।

অময়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইলেনা ডি ক্রুজ। তবে তাঁর চরিত্রটি ছবিতে তেমন প্রভাব ফেলতে পারেনি ।ইলেনার জায়গায় অন্য কেউ হলেও চরিত্রে তেমন বড় পরিবর্তন আসতোনা । অজয়ের সাথে রোমান্সতাও ঠিক জমে ওঠেনি যেন । দুজনের কেমেস্ট্রিতে কিছু যেন মিসিং ছিল ।

ছবিটি বার বার ২০১৩ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত স্পেশাল ২৬ এর কথা মনে করিয়ে দেবে । ভিলেন চরিত্রে উল্লেখ করার মতো অভিনয় করেছেন সৌরভ শুখলা । ছবিতে তাঁর অভিনয় প্রানের সঞ্চার করে। চরিত্রের ব্যাপ্তি এবং গভীরতা অনুসারে সুজোগের পরিপূর্ণ ব্যবহার করেছেন তিনি। সিনেমার শেষ ১০ মিনিট একটু বেশী দ্রুত এবং অতিনাটকীয় ছিলো । তবে পরিচালক রাজ কুমার গুপ্তা সবকিছু ভালোভাবেই সামলে নিয়েছেন । ছবিতে গান ছিলো , ছিলো ডায়ালগবাজি , একশন, সাস্পেন্স , টুইস্টও। পরিশেষে বলা যায় সমাজে কাল টাকার সম্পর্কে সচেতনতা তৈরি করা রেইড একটি উপভোগ্য সিনেমা।