সালমান খানের আপকামিং বিগ বাজেট মুভি ‘রেস থ্রি’। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই জুটি এর আগে ব্লকবাস্টার হিট ‘কিক’ ছবিতে অভিনয় করেছিলেন যা ২০১৪ সালের ঈদে মুক্তি পেয়েছিল। ঈদ মানেই সালমান খান, এ রীতি ধরে রাখতে ‘রেস থ্রি’ ছবিটিও এ বছরের রোজার ঈদে মুক্তি পাবে।
‘রেস থ্রি’ ছবির কলাকুশলীরা কয়েকদিন ধরে থাইল্যান্ডের ব্যাংককে আছেন। সেখানে একটি রোমান্টিক গানের শুটিং হয়েছে। এবার পালা সাল্লু ভাই এর মারদাঙ্গা অ্যাকশনের!
জানা গেছে, এ ছবির মারকাট একটি অ্যাকশন দৃশ্যের কাজ ১০ দিনে সম্পন্ন করার পরিকল্পনা সাজিয়েছেন পরিচালক রেমো ডি’সুজা। কারণ এই দৃশ্যই ‘রেস থ্রি’ ছবির ক্লাইমেক্স। আর সালমান খানের অ্যাকশন ছবির ক্লাইমেক্স মানেই হুলুস্থুল অবস্থা।
সালমান ও জ্যাকুলিন আগামী সপ্তাহে যাবেন কাঞ্চনবুরি প্রদেশের বন-জঙ্গলে। সেখানে ঘন ঝোপঝাড়ে দৌড়াতে দেখা যাবে তাদের। দুই তারকার পিছু নেবে ভিলেনরা।
মারামারির দৃশ্যটির জন্য চার মাস প্রস্তুতি নিয়েছেন জ্যাকুলিন। ৩২ বছর বয়সী এই তারকাকে ফাইটিং প্রশিক্ষণ দিয়েছেন নম্রতা পুরোহিত। এর মধ্যে ছিল মিক্সড মার্শাল আর্টস, থাই বক্সিং ও কিকবক্সিং।
সালমান ও জ্যাকুলিন ছাড়াও ‘রেস থ্রি’ ছবিতে আরও আছেন ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম, অনিল কাপুর। অ্যাকশন-থ্রিলার প্যাকেজের এই ছবিতে নতুন লুকে দেখা যাবে ভাইজানকে। তার ব্লকবাস্টার হিট ‘কিক’ ছবির মতো এই ছবিতেও বেশ কিছু ক্রিয়েটিভ ইনপুট দিচ্ছেন সালমান নিজেই।