দেশজুড়ে শ্রী রাজপুত করনি সেনার তুমুল বিরোধিতা সত্ত্বেও বৃহস্পতিবার ২৫ (জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবত’। এবার ‘পদ্মাবত’ চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে শিক্ষা দেবেন শ্রী রাজপুত করনি সেনা।
উগ্রবাদী এই সংগঠন সঞ্জয় লীলা বানসালির মা লীলা বানসালিকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছে। ছবির নাম ‘লীলা কি লীলা’। পরিচালনা করবেন অরবিন্দ ভিয়াস। ছবিটি তৈরি করতে খরচ হবে চার-পাঁচ কোটি রুপি।
রাজস্থানের চিত্তরগড়ে আয়োজিত সাংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। এখানে শ্রী রাজপুত করনি সেনার জেলা সভাপতি গোবিন্দ সিং বলেন, ‘আমাদের মাকে অপমান করেছেন সঞ্জয় লীলা বানসালি। কিন্তু মাকে কীভাবে সম্মান দেখাতে হয়, তা এবার তাঁকে শেখানো হবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে ছবির কাজ শুরু হবে। এখন ছবির চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে।’
এদিকে ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পর সঞ্জয় লীলা বানসালির মুঠোফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয় রাজপুতদের মধ্যে। শ্রী রাজপুত করনি সেনার মুখপাত্র জানান, ‘পদ্মাবত’ তৈরি করার যোগ্য জবাব এবার সঞ্জয় লীলা বানসালিকে দেবেন ‘দেশভক্তরা’।
ছবি মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে প্রায় ২০ কোটি রুপি আয় করেছে ছবিটি। বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞ কোমল নাহটা বলেন, ‘নেতিবাচক প্রচারটা অবশ্যই প্রচার। ছবি ঘিরে বিতর্কে ‘পদ্মাবত’-এর লাভ হয়েছে। যাঁদের এই ছবি ঘিরে আগ্রহ ছিল না, তাঁদেরও কৌতূহল তুঙ্গে।’
‘পদ্মাবত’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম-এইটিন। প্রতিষ্ঠানটির প্রধান অংশীদার মুকেশ আম্বানির রিলায়্যান্স গোষ্ঠী। ভায়াকম-এইটিনের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা আপ্লুত। ১০ লক্ষাধিক দর্শক এরই মধ্যে ছবিটা দেখেছেন। চার হাজারের বেশি স্ক্রিনে ছবিটা প্রদর্শন করা হচ্ছে। অধিকাংশ শো হাউসফুল।’
আপদ্মাবত ছবির গল্প চতুর্দশ শতাব্দীর একজন রাজপুত গোত্রের হিন্দু রানী এবং একজন মুসলিম সম্রাটকে নিয়ে। ছবির গল্প এরকম- হিন্দু রাজপুত রানী পদ্মাবতীর রূপে আকৃষ্ট হয়ে দিল্লির তৎকালীন মুসলিম সম্রাট আলাউদ্দিন খিলজি ঐ রাজ্য আক্রমণ করে।
হিন্দু দলগুলোর অভিযোগ, ছবিতে স্বপ্নের অজুহাতে আলাউদ্দিন খিলজির সাথে রানী পদ্মাবতীর ঘনিষ্ঠ রোমান্টিক একটি সিকোয়েন্স রয়েছে। অবশ্য ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি তা অস্বীকার করেছেন।
‘পদ্মাবত’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রণবীর সিং ও শহিদ কাপুর।