কাল আসছে সালমান-ক্যাটের ‘সোয়াগ সে সোয়াগত’ (ভিডিও)

264

এক সপ্তাহের বেশি হয়ে গেছে সালমান আর ক্যাটরিনা ভক্তদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কিভাবে ? তা হলো সালমান -ক্যাটের আপকামিং মুভি, যা কিনা মুক্তির আগেই সবাই ধরে রেখেছেন ব্লকবাস্টার হিট হবে, সেই টাইগার জিন্দা হ্যায়’র প্রথম গান সোয়াগ সে সোয়াগত এর একটার পর একটা দারুন ছবি পোস্ট করে চলেছেন তারা।

গানটি দেখার জন্য স্বভাবিকভাবেই অধৈর্য্য হয়ে গেছেন ভক্তরা। তো এবার অপেক্ষার পালা শেষ হতে চলল।

কালই রিলিজ হচ্ছে মুক্তির আগেই সারা জাগানো এই গানটি।

জানা গেছে এই গানে গ্রিস ও ফ্রান্স থেকে আনা ১০০ জন ব্যালেরিনা ও হিপ হপ ট্রেইন্ড ডানসার নাচবে।

গানের স্টিল পিকচারগুলোতে দেখা গেল দারুন সব লোকেশন আর ডেনিম পরা এই জুটিকে যে দারুন হট লাগছে তা তো বলাই বাহুল্য। আর এর মধ্যেই প্রকাশ হয় এই গানের ১৫ সেকেন্ডের দারুন এক ট্রেলার।

টাইগার জিন্দা হ্যায়র মাধ্যমে এই এক্স কাপলের অনস্ক্রিন রিইউনিয়ন হবে, আর সেটা যে বিরাট ধামাকা হবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে।