এবার হংকং এর মাদাম তুসোয় বরুণ ধাওয়ান

243
সংগৃহীত।

মাত্র পাঁচ বছর হয়েছে বলিউডে পা রেখেছেন বরুণ ধাওয়ান। বলিউডে এর মধ্যেই আলোচিত ও জনপ্রিয় নায়কদের তালিকায় নিজের নাম শক্তভাবেই বসিয়ে নিয়েছেন। ২০১৭-য় মুক্তি পাওয়া তাঁর দুটি ছবি ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ এবং ‘জুড়ুয়া ২’ বছরের সেরা ১০ হিট ছবির তালিকায় ঢুকে পড়েছে।

এবার বরুণ ধাওয়ানের মূর্তি বসতে চলেছে হংকং-এর মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে। এর আগে ওই মিউজিয়ামে ভারতের মহাত্মা গান্ধি, নরেন্দ্র মোদী ও অমিতাভ বচ্চনের মূর্তি বসানো হয়েছে। মাদাম তুসো হংকং-এ চতুর্থ ভারতীয় হিসেবে স্থান পাচ্ছেন বরুণ ধাওয়ান। একের পর এক হিট ছবিই তাঁকে এই অল্প সময়ের মধ্যেই পৌঁছে দিল মাদাম তুসোয়।

সংগৃহীত।

এ কথা জানানো হয়েছে মাদাম তুসো হংকং-এক অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই তাঁর মাপ নিয়ে গিয়েছেন বিশ্ববিখ্যাত এই ওয়াক্স মিউজিয়ামের একটি প্রতিনিধি দল। নিজের উত্তেজনা চেপে রাখতে না পেরে টুইটারে জানিয়েছেন এই খবর।

সবচেয়ে কমবয়সী ভারতীয় হিসেবে মাদাম তুসোয় স্থান পাবেন তিনি। ২০১৮-র প্রথম দিকে বরুণ ধাওয়ানের মোমের মূর্তি উন্মোচন করা হবে।