‘ঢাকা অ্যাটাক’ ভেঙে দিয়েছে সব রেকর্ড

302

বর্তমানে বাংলাদেশের আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির প্রথম দিনেই ৪ কোটি টাকা গ্রস এবং ১ কোটি ৫ লাখ টাকা নেট সেল! ঢাকাই ছবির জন্য নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ এটা। গত শুক্রবার, ৬ই অক্টোবর মুক্তির দিনেই ছবিটি রেকর্ড গড়েছে।

‘ঢাকা অ্যাটাক’ ছবিটির নির্মাতা দীপংকর দীপন বলেন, “এটা ভীষণ ভালো খবর।”

‘ঢাকা অ্যাটাক’-এর ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের অভি জানান, “কাল সারা দেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকিট সেল হয়েছে। এটা গ্রস সেল। নেট সেল ১ কোটি ৫ লাখ। এটাও রেকর্ড।”

তিনি আরো জানান, “বলাকা সিনেমা হলের ম্যানেজার জানিয়েছেন, সাধারণত মুক্তির দ্বিতীয় দিনে টিকিট বিক্রি পড়ে যায়। কিন্তু শনিবার তা আরও বেড়েছে। সকালে হাউজফুল যাচ্ছে বলাকা। এই কৃতিত্ব ‘ঢাকা অ্যাটাক’ টিমের সবার। আর সবচেয়ে বেশি আপনাদের, যারা কাল সিনেমা হলে থেকে বেরিয়ে আজ অন্যদের হলে এনেছেন।”

মুক্তির প্রথম দিন প্রসঙ্গে পরিচালক দীপংকর দীপন জানান, মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদ ফোন করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রথম দিনই তিনটি শো হাউসফুল গিয়েছে।

সারা দেশে আলোড়ন তৈরি করেছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি। চারদিকেই ছবিটি নিয়ে উচ্ছ্বাস আর উন্মাদনা দেখা যাচ্ছে। ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনী লিখেছেন পুলিশ কর্তা সানি সানোয়ার। এটি প্রযোজনা করেছে পুলিশ পরিবার কল্যাণ সমিতি, থ্রি হুইলার্স লিমিটেড ও স্প্ল্যাশ  মাল্টিমিডিয়া। ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, আফজাল হোসেন প্রমুখ।