৯ বছরের বালকের সঙ্গে ১৮-র কিশোরীর বিয়ে, আর এখন চলল হানিমুনে !

305

ফুলশয্যা হয়েছে, হয়েছে হানিমুনও তাও আবার ৯ বছরের বালকের সঙ্গে ১৮-র কিশোরীর বিয়ে! এই গল্পকে ভিত্তি করেই একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে রমরমিয়ে চলছে ডেলি সোপ ‘পেহেরাদার পিয়া কি’। এমনকি এই অধভুত বিয়েকে ধর্মীয় ও সামাজিক রীতি বলে সিরিয়ালে দেখালো হচ্ছে । আর এজন্যই খেপে উঠেছে দর্শকদের একাংশ , দাবি উঠেছে সিরিয়ালটি বন্ধের।

আর এই দাবিতে তথ্য-সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পিটিশন দাখিল করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে সই করেছেন ৫০ হাজারের বেশি মানুষ। পিটিশন দাখিল করেছেন মানসী জৈন নামে এক মহিলা। তাঁর কথায় এই সিরিয়ালের বিষয়বস্তু বাল্য বিবাহকে উত্‍সাহ দিচ্ছি। ছোট ছোট ছেলেমেয়েদের ওপর এর কুপ্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কিন্তু সিরিয়ালটির কর্তৃপক্ষ এ অভিযোগ স্বীকার করতে নারাজ। তারা বক্তব্য তারা কোন আপত্তিকর দৃশ্য বা মেসেজ দিচ্ছে না।গল্পটি ভালো ভাবে না বুঝেই আপত্তি জানানো হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।