তেলেগু জনপ্রিয় নায়ক আল্লু আর্জুনের অবাক করা কিছু কথা 30th June 2017 677 Share on Facebook Tweet on Twitter tweet আল্লু আরজুন তেলেগু জনপ্রিয় নায়কদের একজন । তিনি অ্যাকশন থেকে শুরু করে রোমান্টিক সব ধরনের অভিনয়ে সমান পারদর্শি । তাহলে চলুন এই মেধাবী নায়কের কিছু অজানা কথা জেনে নেয়া যাক ।