চোখ ধাঁধানো রাজকীয় সাজে ‘পদ্মাবতী’

217

বলিউডে সঞ্জয়লীলা বনশালির ছবি মানেই রাজকীয় ইতিহাসের কারুকার্যময় প্রতিফলন। সেই ধারা অনুসারেই এবার তৈরি হচ্ছে সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’ সিনেমা। সময় যতো এগোচ্ছে নতুন নতুন তথ্য সামনে আসছে। এরই মধ্যে এবার প্রকাশ্যে এলো ছবিটির প্রথম পোস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ‘পদ্মাবতী’ পোস্টার শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। যেখানে দেখা যাচ্ছে, রানী পদ্মাবতী রূপে হাজির হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। শুরু থেকেই বিতর্ক চলছে সঞ্জয়লীলা বানশালির এই ছবিটি নিয়ে।

ইতিহাস ভুলভাবে চিত্রিত করা হচ্ছে— এমন অভিযোগে ছবির সেটে ভাংচুর চালায রাজপুত কার্নি সেনা। ছবিটি নিয়ে বিতর্ক যতই হোক, পোস্টারে পদ্মাবতীর জোড়া ভ্রু ও রাজপুত নারীদের মতো টেনে বাঁধা দীপিকার চুল নজর কেড়েছে সবার।

তবে ছবিটি ঘিরে আরও একটি বিস্ফোরক তথ্য হল,এতে শুধু দীপিকা নন, এক পুরুষের প্রেমেও পড়তে দেখা যাবে রণবীর সিংকে। ‘পদ্মাবতী’তে আরও অভিনয় করেছেন শহিদ কাপুর।

ছবিটি মুক্তি পাবে ১ ডিসেম্বর।  সঞ্জয়লীলা বনশালির আগের দুটি ছবি ‘রামলীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ তেও নায়িকার চরিত্রে ছিলেন দিপীকা পাডুকোন।