লন্ডনস্থ একটি টেলিভিশনে সালমান শাহের ছোট ভাই চৌধুরী শাহরান ওরফে বিল্টু বলেছেন, শেরাটন হোটেলে এক পার্টিতে সালমান ও সামিরা যান। সেখানে আজিজ মোহাম্মাদ ভাই ও ছিলেন। আজিজ মোহাম্মাদ ভাই সামিরাকে চুমু খেলে ব্যাপারটি সহ্য করতে না পেরে আজিজ মোহাম্মাদ ভাইকে চড় মারেন সালমান। যার কারনে তিনি সালমানের উপড় ভিষন ক্ষেপে যান। সালমানের হত্যার পিছনে তাই আজিজ মোহাম্মাদ ভাইয়ের হাত আছে বলে ধারনা করা হয়। তবে সামিরা বলেছেন সম্পুর্ন অন্য কথা। তিনি বলেন, ‘সেদিন আজিজ
মোহাম্মদ ভাইয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় সালমান এবং আমার। একটা ফিল্মের অনুষ্ঠানের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। কোনো একজন নির্মাতা তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
কিন্ত সেখানে এমন কিছুই ঘটেনি।’
সামিরা আরও বলেন, ‘যদি এমন কিছু হতো এটা নিয়ে তখন পত্রপত্রিকাতে লেখালেখি হতো। তাছাড়া সেদিন ওই অনুষ্ঠানে ফিল্মের অনেক শিল্পীই উপস্থিত ছিলেন। শাকিলা জাফর গান করেছিলেন। আরও অনেকে ছিলেন। তারা তো মরে যাননি। তাদের জিজ্ঞেস করা হোক।
এতবড় ঘটনা নিশ্চয়ই তারা ভুলে যাবেন না। কেন শুধু শুধু বিল্টু এই মিথ্যে কথাটি বলছে আমি জানি না।’
নিজেকে নির্দোষ হিসেবে প্রমান করতে সামিরা দাবি করেন, ‘আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে আমার কোনোরকম সম্পর্কই ছিলো না। থাকার কারণও নেই। তার সঙ্গে আমার যেসব ছবি ছড়ানো হয়েছে সবই ফটোশপ।
আর সালমানের সঙ্গে তেমন কোনো সম্পর্কের খবর আমি পাইনি। কেবল এটুকু শুনেছিলাম, আজিজ মোহাম্মদ ভাই সালমানকে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে বলেছিলো। সালমান সেটাতে রাজি হয়নি। সে একটি নির্দিষ্ট
গণ্ডিতে আবদ্ধ থাকতে চায়নি।’ সামিরার এই কথার জবাবে সালমান শাহ এর ভাই বিল্টু এখনো কিছু বলেন নি।