চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ এবং জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান দুই ব্যক্তিত্ব নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তাদের হাতে ১০ লাখ করে ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন কাজী হায়াৎ। আরো উন্নত চিকিৎসার জন্য এ সহায়তা পেলেন তিনি। এ প্রসঙ্গে কাজী হায়াৎ জানান, ২০০৪ সালে তার হার্টে চারটা রিং পরানো হয়। রিং ফেল করার পরে ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করানো হয়। এখন সেটা ব্লকড হয়ে গেছে। ডাক্তার ধারণা করেছেন একাধিক ব্লকড হয়েছে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চান।
অন্যদিকে খালেদা আক্তার কল্পনা চোখের সমস্যা ও ডায়াবেটিসে ভুগছেন। চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে হয়েছে তাকে। কিছুদিন আগে তার অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।
এছাড়া কবি, সমাজকর্মী সরদার আবুল কালাম আজাদ ও সিলেটের মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী মো. নুরুল আমিনকেও অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।