ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। বেশ কিছু ছবি করার পরও যখন তাকে উঠতি নায়ক বলেই সবাই মনে করত, তখন তিনি দারুন ব্যবসাসফল ছবি উপহার দিয়ে উঠতি নায়ক থেকে জনপ্রিয় নায়কের তকমাটা নিজের গায়ে লাগিয়ে নিয়েছেন। মাত্র ২৭৫ টাকা নিয়ে একসময় ঢাকায় আসা আরেফিন শুভ নিজের যোগ্যতায় অর্জন করছেন লক্ষ লক্ষ টাকা। কিন্ত ভুলে যাননি নিজের অতীতকে। শুভ জানান তিনি এখনো সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। রুপালি নেচে গেয়ে মারামারি করে সবার মন জয় করে নিলেও, বাস্তবজীবনে তিনি নিজেকে অলস বলেই দাবি করেন, সাথে এও জানান তাকে সবাই পর্দায় সবাই তাকে যতই হৈ চৈ করা মানুষ সিহেবে দেখুক না কেন তিনি কিন্ত একজন চুপচাপ আর শান্ত মানুষ। তার সবচেয়ে পছন্দের কাজ ঘুমানো। শুধু টাকার জন্য নয়, সবার ভালোবাসা পেতে সিনেমায় আসা।

এই নায়কের অবসরের সবচেয়ে প্রিয় কাজও কিন্ত সিনেমা দেখা আর নাচতে ভীষণ ভালোবাসেন আরেফিন শুভ, এমনকি নাচের উপর ভারত থেকে প্রশিক্ষণও নিয়ে এসেছেন, এই নাচের তালে তাল মিলিয়েই খুঁজে পেয়েছিলেন নিজের মনের মানুষটাকে। দেশের জন্য কাজ করতে চান শুভ, এজন্য রাজনীতিতে নাম লেখাতেও আপত্তি নেই তার। শুভর ক্যারিয়ার ভাবনা একটু অন্যরকম, তিনি বলেন, “অভিনয়জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝে গেছি, যে ছবিতে শিল্পী হিসেবে কাজ করার আগ্রহ পাব না, তাতে কাজ করে কোনো লাভ নেই। এর চেয়ে বরং কোনো কাজ না করে ঘরে বসে থাকা ভালো। প্রতিবন্ধকতাকে বেশ স্বাভাবিকভাবেই নেন শুভ। এ ব্যাপারে বলেন, “রাজনীতির শিকার প্রতিমুহূর্তে হই, হচ্ছি। কিন্তু এসব নিয়ে মোটেও মাথা ঘামাই না। আমার পরিবার ও কাছের বন্ধুদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, তা নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, সততা, অধ্যবসায় ও দায়িত্বশীলতার সঙ্গে কেউ কাজ করলে তাদের কেউই থামিয়ে রাখতে পারে না।”