আজ সোমবার দুপুরে এফডিসির প্রশাসনিক ভবনে মতবিনিময় সভায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজের ওপর চড়াও হন প্রযোজক মোহাম্মদ ইকবাল। এফিডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের সঙ্গে চলচ্চিত্র প্রযোজকদের মতবিনিময় সভায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
এ সভায় কীভাবে এফডিসিকে আরও কর্মচঞ্চল রাখা যায়, তা নিয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ। বেলা ১টা ৯ মিনিটে সভাকক্ষে প্রবেশ করেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। চেয়ারে বসেই তিনি আবদুল আজিজকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর আবদুল আজিজ তাঁর বক্তব্য প্রদান অব্যাহত রাখতে চাইলে সভাকক্ষের টেবিল চাপড়াতে থাকেন মোহাম্মদ ইকবাল। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলেন এবং আবদুল আজিজকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
প্রযোজক ইকবালের এমন আচরণে সভাকক্ষে উপস্থিত অন্য প্রযোজকেরা বিস্মিত হন। সবাই মিলে ইকবালকে থামানোর চেষ্টা করেন। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে সভা শেষ না করে অনেকেই বেরিয়ে যান। তাঁদের মতে, এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের আমন্ত্রণে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা তাঁরা ভাবতেই পারেননি।