গত ৬ই অক্টোবর সারাদেশে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। সারাদেশে ১২২টি সিনেমা হলে চলছে সিনেমাটি। কোনোভাবেই যেন সিনেমাটি পাইরেসি না হয় সেদিকে খেয়াল রাখছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছেন, ‘ঢাকা অ্যাটাক’ ছবির পাইরেসির খবর দিলেই তিন লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
সিনেমাটির ডিস্ট্রিবিউটর অভি কথাচিত্র সূত্রে জানা গেছে, ঢাকা অ্যাটাক সিনেমা পাইরেসি করার উদ্দেশ্যে কেউ দৃশ্য ধারণ করলে, কোনোভাবে কপি করলে, বিক্রি কিংবা বিপণন করলে, কেউ কাউকে পাইরেটেড সিনেমার লিংক প্রদান করলে, কেউ কাউকে পাইরেটেড সিনেমা দেখার আহ্বান করলে, পাইরেসি করার প্রস্তুতি গ্রহণ করলে, পাইরেসি করার জন্য অর্থ, উৎসাহ ও সহযোগিতা প্রদান করলে সে অপরাধী বলে গণ্য হবে। উপযুক্ত প্রমাণসহ এ সংক্রান্ত কোনো তথ্য প্রদান করলে তথ্য প্রদানকারীকে ৩ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।
সেই সব তথ্য প্রদান করতে হবে অভি কথাচিত্র ০১৭৭৮৪৪৭৭৯৯, নিকটস্থ থানা, ই-মেইল: dhakaattack2017@gmail.com, ‘ঢাকা অ্যাটাক’র ভেরিফায়েড ফেসবুক পেজের ইনবক্সে। পাইরেসি সমস্যার প্রতিকার অর্থে এটি বেশ ভাল একটি উদ্যোগ বলে মনে করছেন অনেকে।