এবার সমালোচনার ঘরে ‘ককপিট’ এর ‘মিঠে আলো’ গান

431

এই দূর্গাপুজোয় সিনেমাপ্রেমী দের জন্য ‘ককপিট’ সিনেমা একটি বড় চমক। ভক্তদের প্রত্যাশাও আছে আকাশচুম্বি। আর সেই প্রত্যাশা পূরণে আতিফ আসলামকে দিয়ে প্রথমবার বাংলা সিনেমায় গান গাওয়ালেন ককপিট সিনেমার প্রডিউসার ও নায়ক দেব। আতিফ আসলাম ও নিকিতা গাঁন্ধীর গাওয়া এই ‘মিঠে আলো’ শিরোনামের বাংলা গানটি হয়েছে ব্যাপক আলোচিত।

রিলিজের পরই ইউটিউবে ট্রেন্ডিংএ উঠে আসা এই রোম্যান্টিক গানটি সকলের মন জয় করতে সক্ষম হয়েছে। কিন্তু এই আলোচনা এখন মোড় নিতে যাচ্ছে সমালোচনার দিকে।বলিউড কাঁপানো আতিফের ‘মিঠে আলো’ গানটি সুর কপি করা হয়েছে স্প্যানিশ ভাষায় একটি গানের। জেসি ও জয় এর গাওয়া ‘কোর’ গানটি প্রকাশিত হয় ২ ডিসেম্বর, ২০১১ সালে।

আর এই নিয়ে  ‘মিঠে আলো’ গান টি পড়েছে সমালোচনার ঘরে। এই গান টি কম্পোজ করেছে অরিন্দম। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘ককপিট’ ছবিটি এই দূর্গাপুজায় মুক্তি পাবে।