বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন ভারতের জীবন্ত কিংবদন্তী। তাঁর কাছ থেকে কোন ধরনের শুভেচ্ছা বা পদবি পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর বিগ বির কাছ থেকে ‘সুপারস্টার’ নামক কোন উপাধি পাওয়া অনেক বড় সম্মানের ব্যাপার। টলিউডের নায়ক প্রসেনজিত সোমবার সেই সম্মানটিই পেয়েছেন বিগ বির কাছ থেকে।
বিগ বি প্রসেনজিতের নতুন ছবি ‘ইয়েতি অভিজান’ এর ট্রেইলার দেখে তাঁর টুইটারে লিখেছেন ‘বাংলার সুপারস্টার প্রসেনজিত। মজাদার ছবি। দেখুন’। জবাবে প্রসেনজিত টুইট করেছেন, ‘অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক শ্রদ্ধা’।
T 2523 – https://t.co/RnPZuhdbbd .. Prosenjit super star from Bengal .. interesting film .. watch pic.twitter.com/XngezorSha
— Amitabh Bachchan (@SrBachchan) August 21, 2017
Thanks a lot sir. Lots of respect https://t.co/fQIhxv1f3v
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) August 21, 2017
সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিজান’ ছবিটি হিমালয়ে পৌরাণিক পশু খোজাকে কেন্দ্র করে নির্মিত। এই ছবিতে প্রসেনজিত ‘কাকাবাবু’ চরিত্রে অভিনয় করেন। যেখানে তাকে একজন বিখ্যাত গোয়েন্দার ভুমিকায় দেখা যাবে।
সুইজারল্যান্ডে শ্যুটিং হওয়া এই ছবিটি আগামি ২২ সেপ্টেমবার মুক্তি পাবে।