ঢালিউডের জনপ্রিয় দাপুটে অভিনেত্রী মাহিয়া মাহি এবার ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন মাহি। ছবির নাম ‘ফালতু’। এ ছবিতে সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে পাচ্ছেন তিনি। এই প্রথম কোন ছবিতে মোশাররফ করিমের সাথে অভিনয় করতে যাচ্ছেন মাহি।
ব্যাপারটি নিশ্চিত করে ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘অনেক আগে থেকেই ছবিটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে সেপ্টেম্বরে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। ছবিতে মোশাররফ করিম ও মাহিকে ভিন্ন গেটআপে দর্শক দেখতে পাবেন। আসছে ঈদের পরই কাজ শুরু করতে যাচ্ছি আমরা। মোশাররফ ও মাহি দুজনই সেভাবে শুটিং শিডিউল দিয়েছেন।’
মোশাররফ করিমের সাথে কাজ করতে যাওয়ার পূর্ব অনুভুতি প্রসঙ্গে মাহি বলেন, ‘এবারই প্রথম মোশররফ ভাইয়ের সঙ্গে কাজ করব। তিনি অনেক ভালো একজন অভিনেতা। আমার খুব পছন্দের। সেপ্টেম্বরে আমরা কাজ শুরু করব। আশা করি, ভালো কিছু হতে যাচ্ছে। ছবিতে ফালতু ও ঠগবাজ মানুষের রূপে দেখা যাবে মোশাররফ করিমকে।’
সিনেমার মত সংসারের দিক দিয়ে মাহি কতটা সফল সেই প্রসঙ্গে তিনি তার স্বামীর প্রশংসা করে বলেন, ‘খুব ভালো। স্বামীকে নিয়ে বেশ ভালো আছি। সে আমার সব বিষয়ে খেয়াল রাখে। সাপোর্ট করে। এটা কাজের ক্ষেত্রে বেশ উৎসাহ হিসেবে কাজ করে আমার জন্য’।
শুধু ঢালিউডই না, যৌথ প্রযোজনার ছবিতেও মাহি দেখিয়েছিলেন বেশ প্রশংসনীয় অভিনয়।