এলো যৌথ প্রযোজনার ‘ইয়েতি অভিযান’, ট্ৰেইলারে নেই মিম

775

আজই রিলিজ পেল যৌথ প্রযোজনার ছবি ‘ইয়েতি অভিযানের ‘ ট্রেইলার। বিখ্যাত কাকাবাবু এবার রুপালি পর্দায়। শুরুর মিউজিকেই পাওয়া যায় রহস্যের গন্ধ। এক অভিযাত্রীর মৃত্যু দিয়ে শুরু হওয়া এ কাহিনী ক্রমাগত ছড়িয়েছে রহস্যের জাল । ট্রেইলারে ড্রোন শটের ব্যবহার ছিল চোখে পড়ার মতন। খোঁড়া কাকাবাবু রুপি প্রসেনজিতের বরফ আচ্ছাদিত পাহাড়ে উঠা, একশন দৃশ্য, ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিল রহস্যের ঘনঘটা । তবে ট্রেইলার দেখে বোঝার উপায় নেই এটি যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশের মিমের ছায়াও নেই টেইলারে, আর ফেরদৌস আছে মাইক্র সেকেন্ডের জন্য । এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। ছবিটির পোস্টারেও ছিল না বাংলাদেশের শিল্পীদের গুরুত্ব। ২.৪২ মিনিটের ট্ৰেইলারে মাইক্রো সেকেন্ডের জন্য জায়গা পেয়েছে বাংলাদেশের ফেরদৌস। সিনেমাটিতেও এমন অবস্থা হবে কিনা সে চিন্তা রয়েই যাচ্ছে।

উল্লেখ্য, ইয়েতি অভিযান হল একটি ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের রোমাঞ্চকর থ্রিলার চলচ্চিত্র, যা কাকাবাবুর রোমাঞ্চকর উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনি এবং আব্দুল আজিজের এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং জাজ্ মাল্টিমিডিয়া ব্যানারের প্রযোজিত।চলচ্চিত্রের প্রধান ভূমিকা পালন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।ছবিটি মিশর রহস্য এর সিকুয়াল। এটি নেওয়া হয়েছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় দ্বারা বাংলা রোমাঞ্চ সিরিজের কাকাবাবুর পাহাড় চূড়ার আতঙ্ক থেকে।