চলে গেলেন প্রখ্যাত গীতিকার কাজী আজিজ আহমেদ

120
ছবিঃ সংগৃহীত

‘চোখ যে মনের কথা বলে’ খ্যাত গীতিকার কাজী আজিজ আহমেদ মঙ্গলবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদের বাসভবনে ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী আজিজ আহমেদ।

চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্র পরিচালক এবং গীতিকার আজিজ আহমেদ জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে। চোখ যে মনের কথা বলে ও এ আঁধার কখনো যাবে না মুছে’সহ অনেক গানের জন্য বিখ্যাত আজিজ আহমেদ।

তিনি খান আতার ‘অনেক দিনের চেনা’ চলচ্চিত্রে সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। তার লিখিত চিত্রনাট্যের মধ্যে রয়েছে— ওরা ১১ জন, সংগ্রাম ও অনন্ত প্রেম। এছাড়া ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘চোখের জলে’র যৌথ পরিচালকের একজন ছিলেন কাজী আজিজ আহমেদ।