কাজের ক্ষেত্রে দায়িত্ববোধ আরো বেড়ে গেলো: রাকিব বাবু

235

পিএইচ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গত ২১ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১” যেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকাকে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয় এবং তাদের মধ্যে “আইকনিক ফ্যাশন স্টাইলিস্ট” হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের অন্যতম ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু।

রাকিব বাবু
ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন কোরিওগ্রাফার

এই অ্যাওয়ার্ড প্রসঙ্গে তিনি জানান, এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে তিনি যেই সম্মাননা পেলেন, সেটা তার কাজের দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে “আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১” এর উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে ফ্যাশন সেক্টরে যারা ক্যামেরার পিছনে কাজ করেন তাদের সম্মাননা সেই অর্থে করা হয়না এবং তার কাছে মনে হয় “আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১” যেই ভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টরের মানুষদেরকে সম্মাননা জানিয়েছে সেটা আসলেই আরো ভালো কাজ করতে সবাইকে অনুপ্রেরণা দিবে।

অ্যাওয়ার্ড প্রসঙ্গ ছাড়াও রাকিব বাবু আরো জানান, তিনি সবসময় চেষ্টা করেন তার স্টাইলিংয়ের প্রতিটি কাজে ভিন্নতা আনার এবং তিনি সবসময় কাজের ক্ষেত্রে নতুনত্বকে প্রাধান্য দিয়ে আসছেন এবং তিনি সেই সঙ্গে আরো জানান, এর মধ্যে তিনি কিছু ইন্টারন্যাশনাল প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আগামী বছর তিনি ইন্টারন্যাশনাল কিছু প্রোগ্রামে ফ্যাশন ডিরেক্টর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন।