রণবীর ও দীপিকার বিয়ের দিন ধার্য ! StarGolpo.com

266

রণবীর সিং এবং দীপিকা তাদের বিয়ে নিয়ে প্ল্যান করছিলো বেশ অনেকদিন ধরেই। এবং এই দুই লাভ বার্ড তাদের রিলেশনশিপ এর বেপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই একটিভ থাকেন এবং প্রতিনিয়ত রিলেশনশিপ নিয়ে তাদের মেজর প্ল্যান্স এর কথা তাদের ফ্যানস দের জানিয়ে থাকেন।
তবে কবে এই দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এটা নিয়ে ভক্তদের একটা কৌতূহল কিন্তু ছিল। তবে সব কৌতূহল এর অবসান ঘটিয়ে, দীপিকা পাডুকোনে টুইটার এ কন্ফার্ম করলেন যে আগামী ১৪-১৫ নভেম্বর তারা বিয়ে করতে যাচ্ছেন। একটি ইনভিটেশন কার্ড এর ছবি টুইটার এ পোস্ট করে দীপিকা এই বিষয়টি কন্ফার্ম করেন। এবং এই খবর পাওয়ার সাথে সাথে এই ভক্তদের মধ্যে এক্সসাইটমেন্ট এর যেন কোনো নেই। তবে কার্ড এ বিয়ের লোকেশন এর কথা উল্লেখ ছিল না। তবে অনেকেই ধারণা করছেন, তারা হয়তো ইতালি তে বিয়ে করতে যাচ্ছেন।

Posted by Deepika Padukone on Sunday, October 21, 2018