শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের কারাদন্ড পেয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। কৃষ্ণসার হত্যা মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করছে ভারতের যোধপুর আদালত। যা নিয়ে ইতোমধ্যেই তুমুল আলোচনা শুরু হয়েছে। এবার এ মামলার রায় নিয়ে মুখ খুললেন বলিউডের অভিনেত্রী রানি মুখার্জি। সালমান খানের মামলার রায় সম্পর্কে বলেছেন, রায় যাই হোক না কেন, তাঁর ভালোবাসা সব সময় সলমন খানের সঙ্গে রয়েছে। কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে এমনই মন্তব্য করেন রানি মুখোপাধ্যায়।
এদিকে এই মামলা নিয়ে বহু টালবাহানার পর, সালমানের আইনজীবী এইচ এম সারাস্বত অভিযোগ করেন, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে। সালমান খানের পাশাপাশি কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সাইফ আলি খান, তব্বু, সোনালী বেন্দ্রে এবং নীলম বেকসুর খালাস পেয়েছেন। যদিও যোধপুরে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সেলিব্রিটিরা। এই মুহূর্তে সালমানের ওপর এক হাজার কোটি রুপির বেশি লগ্নি রয়েছে বলিউডের। আর এমন চরম সময়ে ভয়াবহভাবে ফেঁসে গেলেন তিনি ।