জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাতালো ‘স্বপ্নজাল’

444
ছবিঃ স্টারগল্প

আজ সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘স্বপ্নজাল’ টিমের উপস্থিতে ছবির প্রমো প্রদর্শিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে জনপ্রিয় পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবির প্রমোশনাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবির প্রমোশনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়িকা পরীমনি। সেখানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থিদের নানা প্রশ্ন ও কৌতুহলের জবাব দেন পরীমনি। প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় প্রসঙ্গে পরী বলেন, ‘স্বপ্নজাল আমার কাছে শুধুমাত্র কোনো ছবি নয়, স্বপ্নজাল আমার স্বপ্ন। ছবিটি হলে গিয়ে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।’

অনুষ্ঠানে পরী ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিম, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমসহ আরও অনেকেই।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গিয়াস উদ্দিন সেলিমকে সিনেমা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘এমন এক সময় ছিল যে সময় সিনেমার জনপ্রিয়তা ছিল। এখন আবার সেই ধরণের জনপ্রিয়তা বৃদ্ধি করতে চাই। সেই লক্ষে ভবিষ্যতেও ভালো মানের সিনেমা নির্মাণ করতে চাই।’

তার পরবর্তী সিনেমা নিয়ে নির্মাতা বলেন, ‘আমার পরবর্তী ছবি হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক।’