৫১৫ কোটির ব্যাঙ্ক প্রতারণায় টলিউডের ২ অভিনেত্রী?

155
ছবিঃ সংগৃহীত

৫১৫ কোটি টাকা কানাড়া ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে টলিউডের দুই অভিনেত্রী। ওই দুই অভিনেত্রীর মাধ্যমেই টাকা সরানো হতে পারে বলে মনে করছে সিবিআই। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য সিবিআই সংগ্রহ করেছে। পাশাপাশি কৌস্তুব রায়-কে এ বিষয়ে জেরাও করা হয়েছে।

৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় এবার আরও চাপে কৌস্তুভ রায় এবং শিবাজি পাঁজা। সিবিআইয়ের পর এবার তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করল ইডি-ও। ওই দুজনের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি কৌস্তুভ ও শিবাজির সম্পত্তির তালিকা তৈরি করছে ইডি। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া টাকা কোথায় কোথায় ইনভেস্ট করেছেন তাঁরা, তা জানাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য।