মুক্তির অপেক্ষায় থাকা আরিফিন শুভর দুই ছবির খবর কি?

628
ছবিঃ সংগৃহীত

ড্যাশিং হিরো আরিফিন শুভ অভিনীত নতুন চলচ্চিত্র ‘ভালো থেকো’। ছবিটি পরিচালনা করছেন রোমান্টিক ছবির নির্মাতা হিসেবে খ্যাত জাকির হোসেন রাজু। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

‘ভালো থেকো’ সিনেমাটি আসছে ভালোবাসা দিবস উপলক্ষে সারা দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসে ছবির নায়ক শুভ’র জন্মদিন উপলক্ষে ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু আজ বুধবার (৩১ জানুয়ারি) জানা গেল, এটি মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি।

সিনেমাটির নায়িকা তানহা তাসনিয়া বলেন, ‘সেন্সর বোর্ড ছবিটি বিনা কর্তনে মুক্তির অনুমতি দিয়েছে। ছবিটি ২ তারিখে মুক্তির কথা থাকলেও গুরুত্বপূর্ণ কারণে এক সপ্তাহ পেছানো হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আসবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘ভালো থেকো’ নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।’

এদিকে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্তকে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীর’সহ অনেকে।

এরইমধ্যে ছবিটির শুটিং, ডাবিং শেষ হয়েছে এবং ছবিটি মৌখিকভাবে মুক্তির অনুমতিও পেয়ে গেছে সেন্সর বোর্ডের কাছ থেকে। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ছাড়পত্রের। বিষয়টি নিশ্চিত করেন ছবিটির পরিচালক আলমগীর নিজেই। তিনি বলেন, ‘ছবিটি সেন্সর বোর্ডে দেখা হয়েছে গেল মঙ্গলবার (৩০ জানুয়ারি)। প্রশংসিত হয়েই ছাড়পত্র পেতে চলেছে ছবিটি।’

সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন বলেন, ‘ছবিটি দেখে সবাই খুব প্রশংসা করেছেন। কোনো দৃশ্য কাটছাট ছাড়াই ‘একটি সিনেমার গল্প’-কে মুক্তির মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। ছাড়পত্র প্রদানে আরও কয়েক কার্যদিবস সময় লাগবে।’

‘একটি সিনেমার গল্প’ ছবির একটি গানের সুর করেছেন কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। গত বছর সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হয়। আসছে বাংলা নববর্ষে ছবিটি ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।