নিজের ফেসবুক আইডি খুললেন অপু বিশ্বাস

1235

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে এখন বড় পর্দায় তেমন একটা দেখা না গেলেও, তিনি বরাবরই ছোট পর্দা আর সোশ্যাল মিডিয়ায় সরব আছেন। তাঁর নিজের ফেসবুক পেজের সক্রিয়তা দেখলেই তা বোঝা যায়।

আর এখন অপু বিশ্বাসের এই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা আরো একধাপ বেড়ে গেল। কারন নিজের ফেসবুক আইডি খুলেছেন তিনি। নিজেই তা নিজের ফেসবুক পেজে শেয়ার করে সবাইকে জানিয়েছেন।

ফেসবুক আইডির কভার ফটোতে শোভা পাচ্ছে মা ছেলের হাসিমুখ। আর প্রফাইল পিকচারে আছেন অপু নিজেই। ইতিমধ্যেই ৩০ হাজারের উপড়ে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে।

স্ক্রিনশটটি অপু বিশ্বাসের পেজ থেকে সংগৃহীত।

বর্তমানে অপু বিশ্বাস আপাতত কোন সিনেমায় কাজ করছেন না বলে জানান। কারন আগামীতে অভিনয়ের জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করছেন তিনি।