সকল গুজবের ব্যাপারে মুখ খুললেন অপু বিশ্বাস

608

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তাকে নিয়ে ছড়ানো গুজবে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। কয়েকদিন ধরেই অপু বিশ্বাস নতুন সিনেমা সাইন করেছেন কিনা তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম গুজব ভেসে বেড়াচ্ছে। নির্মাতা ছবির ব্যাপারে নিশ্চিত করলেও অপু বারবারই বলেছেন ফিটনেসের জন্য তার সময় দরকার। দারুন বিব্রত অপু এবার এসব গুজবের ব্যাপারে মুখ খুললেন।

তিনি বলেন, ‘আমি তো কাউকে না করিনি, আমার আরেকটু সময় দরকার, শারীরিক ফিটনেস এখনো পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। এমন মেদবহুল শরীর নিয়ে অভিনয় করলে সেই ছবি কী দর্শক দেখবে? নির্মাতাদের ভালোর জন্যই বলছি, যারা সাম্প্রতিক সময়ে আমার কাছে ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসছেন তাদের বলছি আমাকে আর কিছুটা সময় দিন, সবার কাজ করে দেব’।

তিনি আরো বলেন, ‘আমি তো একজন শিল্পী। অভিনয় করাই আমার কাজ। আর কাজটা ভালোভাবেই করতে চাই। সম্প্রতি মিডিয়ায় আমাকে নিয়ে দুই ধরনের খবর প্রকাশ হচ্ছে। একটি খবরে দেখছি বলা হচ্ছে আমি অমুক ছবিতে কাজ করতে যাচ্ছি। পরক্ষণেই আরেকটি খবরে দেখছি অপু বিশ্বাস বলছে এটি আসলে গুঞ্জন। এ নিয়ে সবার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই আবারও বলছি সবার ছবিতে আমি কাজ করব। তবে ফিটনেস ফেরাতে কিছুটা সময় চাই’।

পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে অনেক দিন চলচ্চিত্রে কোন কাজ করেন নি অপু বিশ্বাস। সম্প্রতি তিনি তাঁর অসমাপ্ত সিনেমা ‘পাঙ্কু জামাই’ ছবির শুটিং শেষ করেছেন। সিনেমায় নিয়মিত অভিনয় করার জন্য বর্তমানে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস।