শাকিব খান কাজ করবেন না শাপলা মিডিয়ার সিনেমায়

591

ঢালিউড নবাব শাকিব খান বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার দুটি সিনেমায় কাজ করছেন। এছাড়া কয়েকটি নতুন সিনেমায় কাজ করার কথাও শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়। এসব সিনেমায় কয়েকজন নতুন নায়িকা শাকিব খানের বিপরীতে কাজ করবেন বলে সংবাদও প্রকাশিত হয়েছে।
আর এই বিষয়টি নিয়ে বিব্রত শাকিব। কারণ এসব বিষয়ে কিছুই জানেন না তিনি। এই কারণে তিনি শাপলা মিডিয়ার আর কোনো নতুন সিনেমায় কাজ করবেন না। শাকিব খানের এক ঘনিষ্ট সূত্র খবরটি গণমাধ্যমে জানায়।
সূত্রটি আরো জানায়, ‘শাকিব খানের সঙ্গে কথা না বলেই প্রযোজনা প্রতিষ্ঠানটি নতুন নতুন নায়িকা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিচ্ছে। যে কারণে শাকিব আর শাপলা মিডিয়ার সিনেমায় কাজ করবেন না। শাপলা মিডিয়ার একটি সিনেমার কাজ শেষ করেছেন আর একটি সিনেমার কাজ হাতে রয়েছে। এটির কাজ শেষ করে এ প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না শাকিব।’

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এ বিষয়ে গণমাধ্যমে বলেন, ‘শাকিব খান এখন দেশের বাইরে। তিনি আমার সিনেমায় কাজ করবেন।’

শাকিব খানের বিপরীতে নতুন যে দুই নায়িকার নাম ঘোষণা করা হয়েছে সে বিষয়ে শাকিব খান অবগত ছিলেন কিনা সে বিষয়ে সেলিম খান বলেন, ‘হ্যাঁ, শাকিব খান অবগত ছিলেন।’

শাকিব খান বর্তমানে হায়দ্রাবাদে রামুজি ফিল্ম সিটিতে ‘চালবাজ’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমায় তার বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনার এ সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন ও জয়দীপ মুখার্জি। দেশে ফিরেই শাকিব খান তাঁর বাকি সিনেমার শ্যুটিং এ অংশ নেবেন।