শাকিব খান ধন্যবাদ জানালেন মধ্যপ্রাচ্যের দর্শকদের

258
সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘নবাব’। বাংলাদেশ ও ভারতে মুক্তির পর শুক্রবার আরবি সাব-টাইটেলসহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বেশকটি দেশের শীর্ষ মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘নবাব’।

মাল্টিপ্লেক্সগুলোতে ইংরেজি ও হিন্দি ছবির পাশাপাশি ছবিটি ভালোই ব্যবসা করছে। এ উপলক্ষে দর্শকদের ধন্যবাদ জানালেন শাকিব।

শাকিব খান বলেন, ‘মধ্যপ্রাচ্যের আমার সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে ‘নবাব’ই আমার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আর প্রথম ছবিতেই আপনাদের এত ভালোবাসা পাবো সত্যি ভাবিনি। মধ্যপ্রাচ্যে ‘নবাব’ মুক্তির পর থেকে সব সিনেমা হলে আপনাদের উপস্থিতি আমার জন্য অনেক গর্বের’।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ছবিটি দেখতে গিয়ে অনেকে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বিশ্ব বাজারে বাংলা সিনেমার সফলতা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বাংলা সিনেমা এখন আমাদের দেশের পাশাপাশি বিশ্ব বাজারে সফলতা অর্জন করছে, সেটা দেখে আমি সত্যি আনন্দিত। আশা করছি সামনে আরো ভালো কিছু কাজ আপনাদের উপহার দিতে পারব। আবারো ধন্যবাদ সবাইকে।’

যৌথ প্রযোজনার ‘নবাব’ সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। সিনেমাটি বাংলাদেশে ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করে। এর মাসখানেক পর মুক্তি পায় ভারতে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এর আগে শাকিব খানের ‘শিকারি’ বিদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়ে জনপ্রিয়তা পায়। সেই সূত্র ধরে ‘নবাব’ মুক্তি পেয়ে সফল হলো।