বড়দিন উপলক্ষে মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা বেবি জন। ইতিমধ্যেই এই সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বরুণ ধাওয়ানের প্রধান চরিত্রে অভিনয় এবং জনপ্রিয় পরিচালক এটলি কুমার নির্মিত এই ছবি মুক্তির আগেই দর্শকমহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছিল।
বিশেষ করে , ছবিতে সালমান খানের ক্যামিও চরিত্রের উপস্থিতি ভক্তদের কৌতূহলকে দ্বিগুণ করে তোলে। ছবিতে সুপারস্টার সালমান খানকে “এজেন্ট ভাই জান” নামে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। সালমানের প্রতি ভক্তদের ভালোবাসা এবং তার জনপ্রিয় ডাকনাম “ভাইজান” থেকে অনুপ্রাণিত হয়ে চরিত্রটির এই নামকরণ। এই বিশেষ উপস্থিতিতে সালমান খানের অ্যাকশন এবং কমেডির মিশ্রণ দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
সংগৃহীত ছবি: বরুন ধাওয়ান
গত দুই মাসে এটি সালমান খানের দ্বিতীয় ক্যামিও। ‘সিংহাম এগেইন’ ছবিতে তার উপস্থিতি খুবই সংক্ষিপ্ত ছিল, যা ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি করে। তবে বেবি জন-এ তিনি দীর্ঘ সময় স্ক্রিনে থাকবেন। তার অ্যাকশন এবং দারুণ অভিনয় দর্শকদের মন জয় করবে বলে ধারণা করা হচ্ছে।
ছবির প্রযোজক মুরাদ খেতানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিচালক এটলি একটি বিশেষ ক্যামিওর জন্য একজন বড় তারকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মুরাদ বলেন, “আমি সালমান ভাইয়ের সঙ্গে দেখা করি এবং তার সঙ্গে সাধারণ আলাপের পর অবশেষে ছবির জন্য অনুরোধ করি। তিনি কোনো দ্বিধা না করেই এক কথায় রাজি হয়ে যান। মাত্র দশ সেকেন্ডে তিনি সম্মতি দিয়েছিলেন।“
উল্ল্যেখ , আগামী ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিন। এই বিশেষ দিনে তার পরবর্তী ছবি সিকান্দার-এর টিজার মুক্তি পাবে। এরই মধ্যে বেবি জন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং বরুণ-সালমান ভক্তদের জন্য বছরের শেষ সপ্তাহটি হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের। ‘বেবি জন’ এখন প্রেক্ষাগৃহে চলছে। বড়দিনের এই বিনোদনপূর্ণ ছবিটি দর্শকদের মন জয় করতে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।