এবার বিবাহ বিচ্ছেদের তালিকায় স্পর্শিয়া!

267
সংগৃহীত।

বাংলাদেশের মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে তার স্বামী নির্মাতা রাফসান আহসানের গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এই বিবাহ বিচ্ছেদের খবরটি এক গণমাধ্যমকে নিশ্চিত করে রাফসান বলেন, ‘আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় আমার এবং স্পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন’।

রাফসান আরো বলেন, ‘এখনও স্পর্শিয়ার সাথে আমার যোগাযোগ আছে। গতকাল (শনিবার) সে আমার বাসায় এসে আমার আব্বাকে দেখে গেছে। ডিভোর্সের মাসখানের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি’।

একে অপরকে ভালবেসে পারিবারিকভাবে বিয়ে করার পরও ডিভোর্স হওয়ার কারন প্রসঙ্গে রাফসান বলেন, ‘আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছিল। সত্যি কথা বলতে চারপাশের কিছু মানুষের কারণে আসলে বিষয়টি জটিল হয়ে গেছে। যার কারণে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি’।

নির্মাতা রাফসান আহসানের সঙ্গে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। আর বিয়ের দু’বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হল তাদের।

এই ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায় তার ফোন।