অবশেষে লাক্স তারকা নাদিয়া মিমের বিবাহ বিচ্ছেদ

324

চোখ ধাঁধানো নানা রঙের আলোর ঝলকানি আর আয়োজনের বর্ণাঢ্যতায় ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় অর্জন করেন নাদিয়া মিম।সময়ের পথ পরিক্রমায় এই সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম একটা জায়গা অর্জন করেছেন এই শিল্পী। গতকাল এই অভিনেত্রীর বিচ্ছেদ হয়। ২০১৬ সালের ২৮ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন সাফায়েত আলীকে। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। মাত্র দুই বছরেরে সংরার তাদের।
এই বিছেদ সম্পর্কে নাদিয়া মিম বলেন, আমার কাছে মনে হয়েছে এই ছেলেটি আমাকে বোঝে। আমরা একসঙ্গে থাকতে পারব। কিন্তু যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, তা একটা সময়ে বাস্তব মনে হচ্ছিল না। কোথায় যেন একটা শূন্যতা তৈরি হয়। একটা পর্যায়ে তো আমাদের মতের অমিল দেখা দেয়, যা কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়।
এখন তাদের পথ দুটি। তবে অভিনেত্রী হিসেবে নাদিয়া মিম তার অভিনয় দিয়ে সব মন কাড়েন সবার।