হলিউড সিনেমার ক্লাসিক সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটর সিরিজ। ৮০ দশকে মুক্তি পাওয়া প্রথম ছবি দিয়েই পুরো বিশ্বে উন্মাদনা ছড়িয়ে পড়ে। এই সিক্যুয়ালের দ্বিতীয় ছবি ‘জাজমেন্ট ডে’ গড়ে ইতিহাস। ৯০ দশকে জন্ম নেওয়া সকলের মুখে মুখে ছিল এই সিনেমার দুর্দান্ত সব একশন সিকুয়েন্সের কথা। তারপর ২০১৭ পর্যন্ত এই সিরিজের বেশ কটি সিক্যুয়াল মুক্তি পায়। সর্বশেষ ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জেনেসিস’ সিনেমাটি তেমন ব্যাবসায়িক সফিলটা পায়নি। জানা গেছে এরই মধ্যে শুরু হচ্ছে টার্মিনেটর এর ৬ষ্ঠ সিক্যুয়ালের কাজ।
টার্মিনেটর চরিত্রে রূপদানকারী আর্নল্ড শোয়ার্জনেগার জানিয়েছেন ‘ ‘আমরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময়েরমধ্যেই ‘টার্মিনেটর ৬’ এর শুটিং শুরু করব। আমি আছি এতে।’
এ সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পে চুক্তি সই করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এবার টি-৮০০ মডেল হিসেবে পর্দায় ফিরে আসব। টিম মিলার পরিচালক হিসেবে থাকছেন। আর জেমস ক্যামেরুন থাকছেন পুরো বিষয়ের সুপারভাইজার হিসেবে।’ সব ঠিক থাকলে ছবিটি ২০১৯ এ উক্তি পেতে যাচ্ছে। তবে এখনো সঠিক তারিখ সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।