আসছে সালমান খানের ‘রেস ৩’

341

২০১৮-এর ইদে আসছে সালমান খানের ‘রেস্ ৩’। এখন থেকেই ব্লকবাস্টার হিটের সম্ভবনা দেখছে বলি ইন্ডাস্ট্রি।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী ৯ নভেম্বর থেকে শুটিং শুরু হবে এই ছবির। প্রযোজক সংস্থার তরফে তেমনটাই জানানো হয়েছে সাংবাদিকদের। সালমান খানের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ প্রমুখ। অ্যাকশন-থ্রিলার প্যাকেজের এই ছবিতে নাকি নতুন লুকে দেখা যাবে ভাইজানকে। ছবিতে বেশ কিছু ক্রিয়েটিভ ইনপুট দিচ্ছেন সালমান নিজেই।

এই মুহূর্তে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন বজরঙ্গি ভাইজান। এই ছবিতে পর্দায় ফিরছেন সালমান-ক্যাটরিনা। তাঁদের কেমিস্ট্রির দিকেই নজর থাকবে দর্শকদের। তার পরই ‘রেস ৩’-এর শুটিং শুরু করবেন নায়ক। ৯ নভেম্ববর থেকে রেস্ ৩ এর শুটিং শুরু হবে।