সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’ সিনেমার সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশিত হয়েছে। আজ (২৫ অক্টোবর) সালমান নিজে তাঁর টুইটারে পোস্টারটি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন- ‘বাঘ ফিরে এসেছে’।
সালমান খানের পর পোস্টারটি প্রকাশ করেন ছবিটির পরিচালক আলি আব্বাস জাফর ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর টুইটার পেজ।
Tiger is Back ! #TigerZindaHai @TigerZindaHai pic.twitter.com/8AeTL2vtR5
— Salman Khan (@BeingSalmanKhan) October 25, 2017
পোস্টারে দেখা যাচ্ছে সালমান একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে তা দিয়ে গুলি করে যাচ্ছেন অনবরত। আর ক্যাটরিনাকেও হাতে পিস্তল নিয়ে অন্যভাবে বসে গুলি করে যেতে দেখা যাচ্ছে। ক্যাটরিনার দুই হাতেই পিস্তল। অ্যাকশনরত সালমান ও ক্যাটরিনার পিছনে একটি জ্বলতে থাকা হেলকপ্টারও দেখা যাচ্ছে।
আলি আব্বাস জাফর পরিচালিত যশ রাজ ফিল্মের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ তে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে অ্যাকশনরত অবস্থায়ই বেশি দেখা যাবে । আগামী ২২শে ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।