ঢালিউড সুপারস্টার শাকিব খান একসঙ্গে নতুন পাঁচটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই পাঁচটি ছবি প্রযোজনা করতে যাচ্ছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান এক গণমাধ্যমকে এই খবরটি জানিয়েছেন।
সেই পাঁচ ছবিগুলোর নাম হচ্ছে ‘স্বপ্নের বিদেশ’, ‘যুবরাজ’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘রিমোর্ট কন্ট্রোল’। এরই মধ্যে ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘যুবরাজ’ ছবির নাম এন্ট্রি করা হয়েছে, বাকিগুলোরও প্রস্তুতি চলছে বলে জানান সেলিম খান।
সেলিম খান বলেন, ‘স্বপ্নের বিদেশ’ ও ‘রিমোর্ট কন্ট্রোল’ ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। ‘স্বপ্নের বিদেশ’ ছবির শুটিং হবে কানাডাতে। গল্প সেভাবেই তৈরি হচ্ছে। ‘যুবরাজ’ পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। নিরঞ্জন বিশ্বাস পরিচালনা করবেন ‘তুমি বড় ভাগ্যবর্তী’ এবং ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ছবিটি কে পরিচালনা করবেন তা এখনও ঠিক হয়নি।।
উত্তম আকাশ এক গণমাধ্যমকে বলেন, ‘স্বপ্নের বিদেশ ও রিমোর্ট কন্ট্রোল ছবি দুটি নির্মাণের জন্য আমার সঙ্গে আলাপ হয়েছে। দুটি ছবি একেবারে দুই ঘরানার’।
‘যুবরাজ’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘যুবরাজ ছবিটি আমি নির্মাণ করতে যাচ্ছি। চিত্রনাট্য লেখার কাজ চলছে। এটি লিখছেন দিল মোহাম্মদ। পাশাপাশি নায়িকাও খুঁজছি। ছবির নায়ক শাকিব খান’।
এই পাঁচটি ছবির ব্যাপারে শাকিবের সঙ্গে আলাপ হওয়া প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘শাকিবের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। আমরা মিটিংও করেছি। তিনি সম্মতি জানিয়ে বলেছেন, ‘আপনার প্রডাকশন থেকে যত ছবি হবে ভালো ছবিগুলোতে আমি কাজ করব।’
এ বিষয়ে শাকিব খান বলেন, ‘আমার সঙ্গে শাপলা মিডিয়ার প্রাথমিক আলাপ হয়েছে। তবে এখনো চুক্তি হইনি। শিডিউল নিয়েও প্রাথমিক আলাপ হয়েছে। আগামী বছর ছবিগুলোর শুটিং শুরু হবে। বাকিটা চমক হিসেবে থাকল।’
ছবিগুলোর নায়িকা নিয়ে চলা অনুসন্ধান প্রসঙ্গে প্রযোজক সেলিম খান বলেন, ‘নায়িকা খুঁজছি। গল্পের প্রয়োজনে নায়িকা নেব। দরকার হলে কলকাতা থেকেও নিতে পারি।’
সেলিম খান আরো বলেন, “বর্তমানে শাপলা মিডিয়া থেকে ‘আমি নেতা হবো’ ছবির কাজ শেষ পর্যায়ে। এরপর ৬ অক্টোবর থেকে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির শুটিং হবে। ওটা শেষ হলে ‘মামলা হামলা ঝামেলা’ এবং ‘কেউ কথা রাখেনি’ ছবি দুটির কাজ শেষ হলেই এই পাঁচ ছবির কাজ ধারাবাহিকভাবে শুরু হবে।”
এতগুলো ছবির আয়োজন দেখে বোঝাই যাচ্ছে যে, শাকিব খানকে সাথে নিয়ে শাপলা মিডিয়া বেশ দীর্ঘ পরিকল্পনা নিয়ে নেমেছে।