সানি লিওন ভাইরাল তার নতুন লুকে!

364

সানি লিওন। নামটি শুনলেই সবার চোখের সামনে ভেসে ওঠে বলিউডের গ্লামারাস একটি হাস্যময়ী মুখের ছবি। কিন্তু সম্প্রতি সানি লিওন তার টুইটারে প্রকাশ করেছেন এমন একটি ছবি যা দেখলে কেউই বিশ্বাস করবে না যে এটা সানি লিওনের ছবি। কিন্তু নাম শোনার পর যে কেউ চমকে উঠতে বাধ্য হবে। প্রকাশের পরই ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এটি।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা এমন কিছু যা আপনারা আগে কখনও দেখেননি। কৃত্রিমতাটি আমার নতুন আশ্চর্যজনক প্রোজেক্ট এর জন্য।’

নভেম্বরে মুক্তি পাবে সানি লিওন অভিনীত ছবি ‘তেরা ইনতেজার’। সেখানে আরবাজ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সানি। তবে, এ ছবি যে ওই সিনেমার নয়, তা বলছেন বলিউডের অনেকেই। একই সঙ্গে সানির নতুন লুক নিয়ে শুরু হয়েছে জল্পনাও।

তবে কোন প্রোজেক্টের জন্য সানির এই নতুন লুক তা অবশ্য তিনি খোলসা করেননি।