৫০ আর ৬০ এর দশকের পর্দা কাপানো অভিনেতা দিলীপ কুমার আজ হাসপাতালের শয্যায়। দিন কয়েক ধরেই জ্বর ছিল। সেই সঙ্গে যোগ হয়েছে কিডনি ও ডিহাইড্রেশনের সমস্যা। বুধবার সন্ধ্যায় তাই অভিনেতা দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৯৪ বছর বয়স্ক এ অভিনেতাকে বার্ধক্যজনিত সমস্যা যেন ছাড়ছেই না। পরিবার সূত্রে খবর, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউ-তে রয়েছেন তিনি। হাসপাতালে সর্বক্ষণের জন্য রয়েছেন তাঁর স্ত্রী সায়রাবানু।
হাসপাতালের সিইও রবিশঙ্কর অবশ্য বলেন, “ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে ভর্তি হলেও আপাতত স্থিতিশীল দিলীপ কুমার। তবে শারীরিক ভাবে বেশ দুর্বল তিনি।” বেশকিছু টেষ্টও করানো হয়েছে। আপাতত কিছু দিন তাঁকে হাসপাতালের শয্যাকেই আপন করে নিতে হবে।
৯৪ বছর এ অভিনেতাকে বার্ধক্যজনিত সমস্যা যেন ছাড়ছেই না।গত বছরের ডিসেম্বরেই জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাই গত বছরের জন্মদিনটাও তাকে হাসপাতালেই উদযাপন করতে হয়। তাঁর পারিবারিক শুভাকাঙ্খি উদয় তারা নায়ার জানিয়েছেন, গত দু’দিন ধরে জ্বর থাকায় আর দেরি না করে দিলীপ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়াই স্থির করেন তাঁরা।