জামিনের পরেও কেন আল্লু অর্জুনকে কারাগারে রাত কাটাতে হয়েছে?

3

কারাগারেই রাত কেটেছে ভারতের তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের। শুক্রবার তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলেঙ্গানার নিম্ন আদালত। পরে হাইকোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে কারাগার থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাকে রাখা হয়েছিল হায়দ্রাবাদের চঞ্চলগুড়া কারাগারে। শনিবার সকালে সেখান থেকে বেরিয়ে বাড়ি গিয়েছেন আল্লু।

সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া কারাগারের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে। তাকে বাড়িতে নিয়ে যেতে এসেছিলেন তার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাদের সঙ্গে জুবিলি হিলসের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা।

অন্তর্বর্তী জামিন পেয়ে যাওয়ার পরেও অভিনেতাকে কেন রাতে জেল থেকে ছাড়া হল না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী। তার অভিযোগ, হাইকোর্টের নির্দেশের কপি রাতেই কারা কর্তৃপক্ষ হাতে পেয়েছিলেন। তা সত্ত্বেও নানা অজুহাত দিয়ে আল্লুকে ছাড়া হয়নি। ফলে রাতে জেলে থাকতে হয়েছে তাকে। এর বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে, জানান আল্লুর আইনজীবী।

গত ৫ ডিসেম্বর আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তি পেয়েছে। তার আগে ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে গিয়েছিলেন আল্লু স্বয়ং। তাকে দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। সেই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

আল্লুকে গ্রেফতার করতে জুবিলি হিলসের বাড়িতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, অভিনেতাকে পোশাক পরিবর্তনের সময়ও দেওয়া হয়নি। তার ‘বেডরুমে’ আচমকা পুলিশ ঢুকে পড়ে। জলখাবার শেষ না করেই উঠতে হয় আল্লুকে। পুলিশের এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আল্লুকে নিম্ন আদালতে হাজির করানো হয় শুক্রবারই। সেখান থেকে তাকে ১৪ দিনের কারা হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিনেতাকে নিয়ে যাওয়া হয় চঞ্চলগুড়া জেলে। ওই সময়েই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং নিজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। সেখান থেকে সন্ধ্যায় তাকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন অভিনেতা। হাইকোর্ট জানিয়েছে, মামলা থেকে সম্পূর্ণ মুক্তির জন্য আল্লুকে নিম্ন আদালতে আবেদন জানাতে হবে।