রিলিজ হলো ককপিটের নতুন গান ‘ভালোবাসা যাক’

378

কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত দেবের আগামী ছবি ককপিটের আরো একটি গান রিলিজ হলো কাল। গানটির নাম ‘ভালোবাসা যাক’। ককপিটকে নিয়ে একের পর এক চমক দিচ্ছেন সিনেমাটির প্রডিউসার ও অভিনেতা দেব। ‘ভালোবাসা যাক’ গানটিও বলিউড কাঁপানো সেই কণ্ঠস্বর অরিজিৎ সিং এর গাওয়া। সাথে রইলেন সোমলতা। আর কম্পোজার অরিন্দম যেন জাদু দেখিয়েছেন।
গানের স্যুট হয়েছে অসাধারন কিছু লোকেশনে। দেব ও কোয়েল মল্লিকের কেমিস্ট্রি নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। তাদের রোমান্টিকতা মন ছুঁয়ে দেয়ার মতন।আন্ডার ওয়াটার শুটিংয়েও বেশ সাবলীল ছিলেন তারা। গানের প্রথম অংশ থেকেই তাদের রসায়ন মুগ্ধ করার মতো।

‘ভালোবাসা যাক’ রিলিজের কিছুক্ষণের মধ্যেই প্রশংসা পেতে শুরু করেছে। সবথেকে বড় খবর গানটি ইতিমধ্যেই ইউটিউবে ট্রেন্ডিংএ উঠে এসেছে। তাহলে শুনে নিন এই রোম্যান্টিক গানটি!