ভেঙে গেলো জন সিনা-নিকি বেলা সম্পর্ক, জানা গেলো নেপথ্যের কারণ!

1060

রেসলিং দুনিয়ার জনপ্রিয় জুটি জন সিনা ও নিকি বেলা। রেসলিং মঞ্চকে চাপিয়ে প্রশংসায় তাদের ব্যক্তিগত জীবনের বোঝাপড়ার রসায়ন। অভিনয়শিল্পী হিসেবেও জনপ্রিয় এ জুটি দীর্ঘ ছয় বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি ব্রেকাপ করেন। তাদের এ ব্রেকাপের সংবাদে হতাশ হয়ে পড়েন দুনিয়া জুড়ে তাদের অগণিত ভক্তরা। গত বছর রেসলিংয়ের মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে হাঁটু গেঁড়ে নিকিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জন সিনা। নিকিও সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর বিয়ের পরিকল্পনা নিয়ে এগিয়ে যান দু’জন। দর্শক জনপ্রিয় এ জুটিকে প্রায় সকলেই পারফেক্ট বলেও উল্লেখ করেছিলেন। তবে তাদের সম্পর্কের ইতি টানতেই হলো।

সম্পর্ক ভাঙার পর দু’জনের একটি যৌথ বিবৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেন নিকি বেলা। সেখানে তিনি ক্যাপশনে ভক্তদেরকে ভালোবাসা জানিয়ে বলেন, ‘বিচ্ছেদের মতো এমন একটি সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন ছিল। তবুও আমাদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা ভক্তি রয়েছে। আশা করি আমাদের ব্যাক্তিগত জীবনের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ থাকবে।’

এদিকে জন সিনাও তাঁর ব্যাক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেন, ‘আমার জীবনের অন্যতম জঘন্য দিন’ এমন অবস্থায় তাঁদের বিচ্ছেদকে ভক্তরা কিছুতেই ‘মিউচুয়াল সেপারেশন’ বলে মেনে নিতে চাইছেন না। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। শোনা যায় জন সিনার কারণেই নাকি সম্পর্কের ইতি টেনেছেন নিকি। নিকি নাকি তার বোন ব্রাই বেলার মতো বিয়ে করে সন্তান নিয়ে ঘর সংসারে মনযোগী হতে চেয়েছিলেন।