প্রকাশ পেলো এর জ্যাকুলিনের ‘রেস ৩’ লুক! StarGolpo.com

204

এ বছর যেন সালমান খান শুধুই নিজের করে নিতে চাইছেন। গতকাল রেস ৩ এর প্রথম লুকে সালমান খানকে নিয়ে শোরগোল না থামতেই এবার প্রকাশ পেলো জ্যাকুলিনের লুক। কিছুক্ষন আগে সালমান খান তাঁর টুইটার একাউন্ট থেকে ছবিটি শেয়ার করেছেন। সাথে ক্যাপশন ছিলো ‘জেসিকা: র পাওয়ার’।

ফার্স্ট লুকে মারমুখী ভঙ্গিমায় দেখা যায় জ্যাকুলিনকে। জেসিকা চরিত্রে আগ্নেয়াস্ত্র হাতে এবার সম্ভবত জ্যাকুলিনকে গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেখা যাবে, তা পোস্টারই বলে দিচ্ছে। রেস্ ৩ এ সালমান কে দেখা যাবে ভিন্ন এক স্টাইলিস্ট ক্যারেক্টারে। আর তার সাথে দেখা মিলবে বড় পর্দার ববি দেওল, সাকিব সেলিম, ডেইজি শাহ ও অনিল কাপুর। একের পর এক লুক দিয়ে ইতিমধ্যে রেস ৩ দর্শকমহলে তৈরী করেছে উত্তেজনা। তবে আপাতত গান বা টিজারের জন্য অপেক্ষা করতে হচ্ছে সালমান খান ভক্তদের।