মহরত বাতিল শাকিবের দুই ছবির। StarGolpo.com

655
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের বিশিষ্ট গুনী নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হওয়ার কারনে বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খান পূর্বে জানিয়েছিলেন শাকিব খানের আসন্ন দুই ছবি ‘ক্যাপ্টেন খান’ ও ‘আমার দেশ আমার স্বপ্ন’ শুভ মহরত ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। শাকিব খানের আমার দেশ আমার স্বপ্ন ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। কিন্তু তিনি দেশে না থাকায় এবং অসুস্থ হওয়ার কারনে নির্ধারিত দিনে মহরত হচ্ছেনা।

শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খান স্টারগল্পকে জানান, ‘কাজী হায়াৎ বর্তমানে অসুস্থ এবং তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাই পূর্বনির্ধারিত তারিখে মহরত অনুষ্ঠিত হচ্ছে না। আমরা সকলে চাই হায়াৎ ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।’

পরবর্তিকালে কখন মহরত হবে সেটা এখনোব্দি জানা যায় নি। তবে নতুন ঘোষনা না আসা পর্যন্ত ২৩ মার্চ মহরত বাতিল করা হয়েছে এবং সেটার দিন তারিখ পিছানো হয়েছে। ‘ক্যাপ্টেন খান’ ও আমার দেশ আমার স্বপ্ন দুটি ছবিই প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ‘ক্যাপ্টেন খান’ ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলি সুমন।