বাংলাদেশের জনপ্রিয় পপ গায়িকা মিলা তার স্বামী পারভেজ সানজারির সাথে তার বিয়ের ১৮তম দিনে ফোনে কি কথা হয়েছে সেটা প্রকাশ করেছেন। তার স্বামীর সাথে একাধিক নারীর পরকীয়ার প্রমাণ সহ ওই কথোপকথনটি ভিডিও আকারে প্রকাশ করেন মিলা।
মিলার স্বামী পারভেজ সানজারির সাথে একাধিক নারীর পরকীয়ার ব্যাপারটি মিলা ধরে ফেলেন। মিলার স্বামী তখন দেশের বাইরে। এরপর তাদের মধ্যে ফোনে কথা হয়। আর সেই কথাটিই তিনি ভিডিও আকারে প্রকাশ করেন। ভিডিওতে অনেক কিছু তুলে ধরেছেন মিলা। ফেসবুকে তাদের সাথে তার স্বামীর চ্যাটে কি কি কথা হত সেগুলাও প্রকাশ করেছেন সেই ভিডিওতে। অন্য মেয়ের সাথে তার স্বামীর তোলা ছবিও প্রকাশ পায় সেই ভিডিওতে।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে মিলা লিখেছেন যে, তার স্বামী দেশের বাইরে থাকা অবস্থায় বাসার পিসিতে তিনি লগইন করেন তার স্বামীর ফেসবুক আইডিতে। সেখানেই তিনি এসব তথ্য পান। সেই ১৩ দিনে তিনি তার স্বামীর সম্পর্কে যেসব তথ্য পান সেসব তথ্য তিনি গত ১০ বছর সম্পর্ক করেও পান নি।
the gift i got after 11 years !!
And the conversation on 18th day of my marriage after my dear husband got caught with his POROKIAZ with lots of different women:Why did i not know this side of him for 10 years? Well, there are many things a wife can know about her husband in a day that a girlfriend can't know in a hundred years. When my husband was away on a course out of country, I opened his pc to check my mails and he was logged into his facebook account, jetar access amake o konodin dei nai and nor was I on his friend's list because he wanted to maintain privacy. That's when I came across these horrific details about this man, yes, in 13 days that I couldn't find out in 10 years. hope its all clear now !!! ?
Posted by MiLa on Tuesday, October 17, 2017