আগামী ৫ ডিসেম্বর একযোগে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে আল্লু আর্জুনের সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যনুসারে, গত বছরে রণবীর কাপুরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমল’ বক্স অফিসে দারুণ রেকর্ড করেছিল। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই ছবি গত ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম হিন্দি সিনেমা ছিল।
এবারে সেই রেকর্ড ভেঙেছে আল্লু আর্জুনের ‘পুষ্পা টু’। এই সিনেমার রানটাইম ৩ ঘণ্টা ২২ মিনিট।
ছবি: আল্লু অর্জুন ও রাশমিকা।
গত কয়েক বছরে ছবির গড় রানটাইম ছিলো দুই থেকে আড়াই ঘণ্টা। এর বেশি রানটাইম হলে, ছবিটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ মাল্টিপ্লেক্সগুলোতে এর সঙ্গে যুক্ত হবে বিজ্ঞাপনের সময়। সে হিসেবে পুষ্পার রানটাইম দাঁড়াবে ৪ ঘণ্টায়।
শাহরুখ খানের ‘জওয়ান’ ছিল ২ ঘণ্টা ৫০ মিনিটের। কিন্তু ‘অ্যানিমল’ ছিল সেই সিনেমার থেকেও প্রায় আধ ঘণ্টা বেশি। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ এবং ‘সালার’ প্রায় ২ ঘণ্টা ৫৫ মিনিটের ছবি ছিল। অন্যদিকে ‘পুষ্পা ১: দ্য রাইজ’ ছিল প্রায় তিন ঘণ্টার সিনেমা।
ছবি: আল্লু অর্জুন
সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক ছেলের জার্নি। যে চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা। সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।
সিনেমাটি নিয়ে দর্শক হৃদয়ে আগ্রহ শুরু হয় টিজার প্রকাশের পর থেকেই। ‘পুষ্পা টু’-র টিজারে আল্লু অর্জুনের শাড়ি পরা লুক নজর কাড়ে সবার। সেই সঙ্গে মুখে রঙ আর শরীর ভর্তি গয়নার কারণ জানতে দর্শকদের আগ্রহীও করে তুলেছে।
যার প্রমাণ পাওয়া গেছে সিনেমাটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায়ও প্রকাশ করা হয় ট্রেইলারটি। সেখানেও দর্শক ভিউতে বাজিমাত করেছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি।