তারুণ্যের সংজ্ঞা ভেঙে দিলেন “কিমিকো নিশিমতো” (ভিডিও)

195

তারুণ্য শুধু বয়সেই বাধা পরে না, তারুণ্য মনের ব্যাপার। আর এটাই আবারো প্রমান করলেন ৮৯ বছর বয়সী কিমিকো নিশিমতো। বেশীরভাগ মানুষের মাঝেই একটি ধারণা খুব পাকাপোক্তভাবে গেঁথে গেছে- ‘প্রযুক্তি’ মানেই তারুণ্য, অথবা তারুণ্যের জন্যেই প্রযুক্তি! আসলেই কী তাই? আপনার ধারণা ভুল প্রমাণিত করতে এবং প্রচলিত বিশ্বাসে ফাটল ধরাতে জাপানিজ একজন ভদ্রমহিলার কিছু ছবিই যথেষ্ট!

কিমিকো নিশিমতো নামের জাপানিজ এই ভদ্রমহিলার বয়স ‘মাত্র’ ৮৯ বছর! মাত্র বলা হচ্ছে কারণ, বয়সের সংখ্যাটি কিমিকোকে দমিয়ে রাখতে পারেনি তার প্রতিভা থেকে! কিমিকো বিগত প্রায় ১৭ বছর ধরে তার বিভিন্ন হাস্যকর ও মজার ভঙ্গিমায় নিজের ছবি তুলে আসছেন এবং সেই সকল ছবি নিজেই এডিট করছেন। যদিও ৭২ বছর বয়সের আগে তিনি ফটোগ্রাফি সম্পর্কিত কিছু জানতেন না।

কিমিকো’র ছেলে ফটোগ্রাফিতে ‘বিগিনার্স কোর্স’ এ প্রশিক্ষণ দিতেন। যে কারণে মা কিমিকোরও ফটোগ্রাফির প্রতি আগ্রহ জন্ম নেয় এবং তিনি সিদ্ধান্ত নেন যে সেই ফটোগ্রাফির ক্লাসে ভর্তি হবেন ও ক্লাস করবেন। ফটোগ্রাফি ক্লাসে অংশগ্রহণ করার পর তিনি বুঝতে পারেন যে ফটোগ্রাফির প্রেমে পড়ে গিয়েছেন তিনি! যার ফলে নিজেই নিজের বিচিত্র ও হাস্যরস পূর্ণ সেলফ পোর্ট্রেইট তোলা শুরু করে দেন।
ছবি তোলা শুরু করার দশ বছর পর কিমিকো নিজের তোলা ছবি একক প্রদর্শনী করেছিলেন। আর কিছুদিন পর আরো বড় করে এক্সবিসনের পরিকল্পনা করছেন কিমিকো।